৭২ ঘণ্টায় ২০ জেলা বন্যার কবলে পড়তে পারে
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে আসন্ন কয়েক দিনের মধ্যে ভয়াবহ বন্যার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টায় ৫ থেকে ১০টি এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা প্লাবিত হতে পারে।তিনি জানান, পদ্মা নদীসহ এর শাখা-উপনদীগুলোর তীরবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। চলতি বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে নদ-নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলো দিয়ে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার শঙ্কা বাড়িয়েছে। আগামী তিন দিনের মধ্যে পদ্মা নদীর প্রবাহপথে থাকা রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বহু জেলা বন্যায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা ইতোমধ্যেই পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
গবেষক মোস্তফা কামাল পলাশ রোববার থেকে দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের অন্তত ১৫ থেকে ২০টি জেলা প্লাবিত হতে পারে বলে সতর্ক করেন এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
মতামত দিন