সোশাল মিডিয়ায় আদুরে ছবি মানেই সুখ নয়: চাঞ্চল্যকর গবেষণা
ডেস্ক রিপোর্ট ॥ নেটদুনিয়ায় প্রেমিক-প্রেমিকার আদুরে ছবি এখন সাধারণ দৃশ্য। কিন্তু এসব পোস্ট কি সত্যিই সম্পর্কের সুখের প্রতিফলন? বিশেষজ্ঞরা বলছেন, আসলে সুখী যুগলরা নীরব থাকেন, আর যারা সম্পর্কে সমস্যায় ভোগেন তারাই বেশি ছবি পোস্ট করেন।মনোবিদদের মতে, সম্পর্ক ভালো থাকলে যুগলরা এতটাই সময় উপভোগ করেন যে ছবি তুলতে ভুলে যান। অন্যদিকে যারা সম্পর্কের সংকটে আছেন, তারা বেশি ছবির মাধ্যমে নিজেদের সুখী প্রমাণ করতে চান। এতে অন্যের লাইক ও মন্তব্যের ওপর নির্ভরশীলতা তৈরি হয়, যা মানসিক চাপ সৃষ্টি করে। আর এই চাপ থেকেই সম্পর্কে ফাটল দেখা দেয়।
রবি মিত্তল, একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের সিইও বলেন, “যুগলরা যদি দীর্ঘস্থায়ী সুখ চান, তবে নেটদুনিয়ায় তাদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার কমানো উচিত।”
তবে বিশেষজ্ঞরা এটিও বলেছেন— ছবি শেয়ার করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আনন্দ ধরে রাখতে ইচ্ছা হয় তবে শেয়ার করা যেতে পারে। তবে লাইক, কমেন্ট বা বাহবা পাওয়ার জন্য নয়; বরং স্মৃতি ধরে রাখার জন্য করা উচিত। পাশাপাশি অপর সঙ্গীও ছবিটি প্রকাশে রাজি কিনা, তা অবশ্যই জেনে নিতে হবে।
সর্বোপরি, নেটদুনিয়ায় ছবি পোস্ট না করলেও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। বরং দুইজন মানুষের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা ও পারস্পরিক সম্মানই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে।
মতামত দিন