সেপ্টেম্বরেও ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত
ডেস্ক রিপোর্ট ॥ সেপ্টেম্বর মাসে তাপমাত্রা তুলনামূলক কম থাকা সত্ত্বেও দেশের মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা বলছেন, গরম অনুভূতির মূল কারণ বাতাসে আর্দ্রতার অতিরিক্ত উপস্থিতি। চলতি মাসের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ছিল ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা সাধারণত তাপমাত্রার দিক থেকে বেশি নয়। তবু জনজীবনে অস্বস্তি তৈরি করেছে ভ্যাপসা গরম।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, এপ্রিল-মে মাসে তাপমাত্রা অনেক বেশি থাকলেও বাতাসে আর্দ্রতা কম থাকে। তখন শরীর ঘাম হলেও অস্বস্তি কম। কিন্তু সেপ্টেম্বরের মতো উচ্চ আর্দ্রতার দিনে সামান্য তাপমাত্রাতেও মানুষ গরম অনুভব করছেন। শুক্রবার সকালে ঢাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
গরমের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বৃষ্টিপাতের অভাব। গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নেই। মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না। গত বৃহস্পতিবার ঢাকায় সামান্য বৃষ্টি হলেও গরম প্রশমিত হয়নি।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক লঘুচাপ বাংলাদেশে প্রভাব ফেলেনি। মৌসুমি বায়ুও কম সক্রিয় হওয়ায় বৃষ্টি কমে গেছে, যার কারণে ভ্যাপসা গরমে মানুষের অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশের ৫১টি স্টেশনের মধ্যে ২৫টিতে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকাসহ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে তা গরম প্রশমনে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত।
সেপ্টেম্বরের ভ্যাপসা গরমে কর্মজীবী মানুষ দিনের বেলায় বাইরে বের হলে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট যুক্ত হলে জনজীবনের অসুবিধা আরও বেড়ে যায়।
মতামত দিন