সাবেক হিট অফিসারের স্বামীর বাসা থেকে সিসা-হুক্কাসহ যা উদ্ধার করল পুলিশ
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ের স্বামীর মালিকানাধীন সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চলাকালে গুলশান থানা পুলিশ বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন মাদকদ্রব্য এবং নগদ অর্থ জব্দ করেছে।ওসি হাফিজুর রহমান জানান, এই অভিযান চলাকালে লাউঞ্জের মালিককে পাওয়া যায়নি। তবে পরিচালনার সঙ্গে সম্পর্কিত নথিপত্র জব্দ করা হয়েছে। লাউঞ্জটি ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হলেও অনুমোদন ছাড়া সিসা বার এবং রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হতো।
পুলিশের অভিযানকালে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুশরা আফরিনের স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা লাউঞ্জ পরিচালনা এবং মাদকদ্রব্য ব্যবহারের সঙ্গে জড়িত।
ওসি হাফিজুর রহমান আরও জানান, জব্দকৃত সিসার পরিমাণ প্রায় চার কেজি এবং হুক্কা-বার সেটআপসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযান এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, বহুদিন ধরেই লাউঞ্জটি অনিয়মিতভাবে পরিচালিত হতো। পুলিশের অভিযান এলাকার নিরাপত্তা পরিস্থিতি শক্তিশালী করবে এবং ভবিষ্যতে অনিয়মের সুযোগ কমাবে।
মতামত দিন