সাত কলেজ একীভূত হয়ে ডিসিইউতে ভর্তি পরীক্ষা শুরু
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) আজ তাদের প্রথম ভর্তি পরীক্ষা শুরু করছে। রাজধানীর সরকারি সাত কলেজকে একত্রিত করে গঠিত এ নতুন বিশ্ববিদ্যালয়ে এবছর মোট ১১ হাজার ১৫০ শিক্ষার্থী চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পাবেন।ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কাঠামো অনুযায়ী প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; বিজ্ঞান ইউনিটে পদার্থবিদ্যা, রসায়ন ও অন্যান্য বিষয় এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে নির্ধারিত বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীদের ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। তবে শর্ত হিসেবে বাংলা অথবা ইংরেজিতে অন্তত ১০ নম্বর থাকা বাধ্যতামূলক।
ভর্তি পরীক্ষার ফলাফল, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১২০ নম্বরের ওপর মেধাক্রম তৈরি হবে। বিষয় বরাদ্দ দেওয়া হবে ২০ অক্টোবর, ভর্তি শেষ হবে ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর থেকে।
বিশেষ বিধান অনুযায়ী, ঢাকা কলেজে কেবল ছাত্র, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হতে পারবে। অন্য চার কলেজে উভয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার শিক্ষার্থীদেরও পাস নম্বর অর্জন বাধ্যতামূলক।
মতামত দিন