অন্যান্য

রুশ ক্রীড়া মন্ত্রীর সঙ্গে ড. হারুনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ॥ মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড মাস-রেসলিং (ইথনোস্পোর্ট) চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপলক্ষে রাশিয়ার ইয়াকুতিয়ার মাননীয় ক্রীড়া মন্ত্রী মি. লিওনিদ নিকোলায়েভিচ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক (চলতি দায়িত্বে) ড. মোহাম্মদ হারুন রশিদ। 

সাক্ষাৎকালে তাঁরা উভয় দেশের ক্রীড়া, সংস্কৃতি ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন। 

এসময় রুশ ক্রীড়া মন্ত্রী বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে ইথনোস্পোর্ট উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। 

সাক্ষাৎটি উভয় দেশের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ মাত্রা যোগ করে।

মতামত দিন