যশোরে ধরা পড়ল ফকিরাপুলে গুলি চালানো বাপ্পি
ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার দুই সহযোগীকে যশোর থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলিভর্তি ছয়টি ম্যাগজিন এবং মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।শনিবার দিবাগত রাতে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। অভিযানে শুটার বাপ্পি, তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ এবং মো. কামরুল হাসানকে আটক করা হয়। বাপ্পির শরীরে তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল এবং দুটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর ডেমরার বাদশা মিয়া রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও দুটি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগজিন ও ১৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৮ জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামের একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা হঠাৎ ডিবি টিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে নয় হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হলেও মূল অভিযুক্ত বাপ্পি পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, শুটার বাপ্পি একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি, যার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। তার নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র রাজধানীতে সক্রিয় ছিল। ডিবির কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেফতারের মাধ্যমে রাজধানীতে সম্প্রতি বেড়ে ওঠা সন্ত্রাসী তৎপরতার একটি বড় নেটওয়ার্কের কার্যক্রমে ধস নামবে। বর্তমানে তার দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন