অন্যান্য

বিদায়ী শিক্ষককে ফুলবাহী গাড়িতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার দেবীদ্বারে উজানীজোড়া মাদরাসার প্রাক্তন শিক্ষক মাওলানা ক্বারী আব্দুর রহমানকে শুক্রবার (২২ আগস্ট) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অর্ধশত বছর শিক্ষকতা শেষে তিনি অবসরে যাচ্ছেন। শিক্ষার্থীরা ফুল সজ্জিত গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে।

প্রবীণ শিক্ষককে সংবর্ধনা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষকের দীর্ঘ শিক্ষাজীবনকে স্মরণ করে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা বক্তব্য রাখেন। এসময় মিজানুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, আতিকুর রহমান, শাহ মোঃ মমিন মুন্সি ও এবিএম ইকরামুল বারী স্মৃতিচারণ করেন।

উজানীজোড়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ছাদেকুর রহমান ও মামুন খন্দকার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার খন্দকার। প্রধান অতিথি ছিলেন মোঃ তাজুল ইসলাম খন্দকার।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ শিক্ষকতার মধ্য দিয়ে তিনি অগণিত শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আয়োজকরা জানান, এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ।

শেষে ফুলসজ্জিত গাড়িতে শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়ে শিক্ষার্থীরা বিদায় জানান। এটি ছিল শিক্ষার্থীদের জন্যও আবেগঘন একটি মুহূর্ত। উপস্থিতরা মনে করেন, এমন গুণী শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মতামত দিন