অন্যান্য

বিএনপির উদ্ভাবনী উদ্যোগকে ধন্যবাদ জানাল ডিএমপি

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকার যানজট ও জনদুর্ভোগ এড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বাতিল করে খাল ও নর্দমা পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। ডিএমপি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শহরে জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ রাজধানীতে সড়ক বন্ধ করে কোনো র‍্যালি বা সমাবেশ আয়োজন করলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। জনসাধারণের স্বার্থ বিবেচনায় বিএনপির এ উদ্যোগকে তারা একটি জনবান্ধব ও সৃজনশীল পদক্ষেপ হিসেবে দেখছে।

গত ২৩ আগস্ট ঢাকা মহানগর ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলীর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় তিনি রাজনৈতিক দলগুলোর কাছে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানান। বিএনপির খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান সেই আহ্বানের অনুকরণে পরিচালিত হয়েছে।

ডিএমপি জানান, ব্যস্ত সড়ক এড়িয়ে এমন গঠনমূলক কর্মসূচি আয়োজনে নগরবাসীও সুবিধা পাবে। তারা বিএনপির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি পালনে এই ধরণের উদ্ভাবনী চিন্তা আরও বেশি প্রচলিত হবে।

মতামত দিন