ফ্লাইটের টয়লেটে ত্রুটি! আবুধাবি থেকে ফিরে আসল বিমান
ডেস্ক রিপোর্ট ॥ শাহজালাল বিমানবন্দর থেকে আবুধাবিগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩২৭ ফ্লাইটে টেকনিক্যাল ত্রুটির কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসতে হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ২৩ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করার পর ত্রুটির কারণে তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করা বন্ধ করে দেয়। এতে যাত্রীদের মধ্যে অসুবিধা সৃষ্টি হলে পাইলট নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। রাত ১টা ৩১ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পরবর্তীতে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে আবুধাবিগামী যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, বিকল্প বিমানের জন্য যে উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে সেটি মূলত ব্যাংককগামী বিজি ৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। এর ফলে ওই ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। নতুন নির্ধারিত সময় শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট।
গত কয়েক সপ্তাহে বাংলাদেশের জাতীয় বিমানসংস্থার বেশ কয়েকটি ফ্লাইটে টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব ও উড্ডয়নের পর ফিরে আসার ঘটনা ঘটেছে। ৬ আগস্ট ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়ায় একই ঘটনা ঘটে। এছাড়াও ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজেও উড্ডয়নের পর সমস্যা দেখা দেয় এবং বিমানটি নিরাপত্তার কারণে ঢাকায় ফিরে আসে।
বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই ধরণের সমস্যা মোকাবেলায় তারা আরও সতর্কতা অবলম্বন করবে। তবে ধারাবাহিক বিলম্বের কারণে বিমানসেবার মান ও রক্ষণাবেক্ষণের প্রশ্ন উঠেছে যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে।
মতামত দিন