প্রথম ধাপের একাদশ ভর্তি: ২৫ হাজার শিক্ষার্থী কলেজ পাননি
ডেস্ক রিপোর্ট ॥ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তি কার্যক্রমে ২৫ হাজার ৩৪৮ শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৬৫।ফল বিশ্লেষণ অনুযায়ী, দেশে মোট ৮,০১৫টি কলেজ ও আলিম মাদরাসায় কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ফি জমা দিয়ে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা মোট ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি কলেজ পছন্দক্রম জমা দিয়েছেন।
প্রথম ধাপে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এদিকে ৩৭৮টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা প্রথম ধাপে কলেজ পায়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলেছে, শিক্ষার্থীরা দুশ্চিন্তিত হবেন না। দ্বিতীয় ধাপে আবেদন করলে নতুন কলেজ যোগ করে সর্বাধিক ১০টি পছন্দক্রম পূরণ করলে সহজে ভর্তি সম্ভব। শিক্ষাবোর্ড এ বছরের ভর্তি প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করেছে।
বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপের ফলাফল শিক্ষার্থীদের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। যেসব কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি, সেখানে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি করানো হবে। এতে করে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত হবে।
মতামত দিন