নোরা ফাতেহির মতো ফিগার না হওয়ায় স্ত্রীকে স্বামীর নির্যাতন, অত:পর...
ডেস্ক রিপোর্ট ॥ ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন ও সৌন্দর্য না থাকায় স্বামী শিবম উজ্জ্বল প্রতিনিয়ত স্ত্রীকে চাপ দিতেন এবং মানসিক-শারীরিক নির্যাতন করতেন।ভুক্তভোগী নারী ভারতীয় গণমাধ্যমকে জানান, চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরার মতো শারীরিক গড়ন তৈরি করার জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন। রাজি না হলে খাবার দেওয়া হতো না।
তিনি আরও জানান, স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত এবং তাকে জোরপূর্বক পর্নো ছবি দেখতে বাধ্য করতেন। আপত্তি করলে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। শুধু তাই নয়, যৌতুকের জন্যও তাকে নিয়মিত চাপ দেওয়া হতো।
নারীর অভিযোগ অনুযায়ী, তাদের বিয়েতে তার পরিবার প্রায় ৭০ লাখ রুপি ব্যয় করেন। যৌতুক হিসেবে ১০ লাখ রুপি, একটি গাড়ি এবং সোনার গয়না দেওয়া হয়েছিল। তবুও স্বামী ও তার পরিবার আরও যৌতুক দাবি করতেই থাকে।
এমন নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গত ২৬ জুলাই বাবার বাড়িতে চলে যান। পরে আবার শ্বশুরবাড়ি ফিরতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে গালিগালাজ করা হয়।
অবশেষে তিনি বাধ্য হয়ে স্বামী শিবম উজ্জ্বল এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর গাজিয়াবাদসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকে একে নারীর প্রতি চরম অমানবিকতা এবং যৌতুকের জন্য নারীর জীবনে আরেকটি নির্মম অধ্যায় বলে উল্লেখ করেছেন।
মতামত দিন