নারী নেত্রীকে কুপ্রস্তাব, এনসিপি নেতা তুষারকে বহিষ্কারের দাবি
ডেস্ক রিপোর্ট ॥ কুপ্রস্তাব সংক্রান্ত একটি অডিও ফাঁসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচ্চপর্যায়ের নেতা সারোয়ার তুষারকে নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ফেসবুকে সাংবাদিক জাওয়াদ নির্ঝরের পোস্ট ঘিরে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে।অডিওটি ৪৭ মিনিটের হলেও চুম্বক অংশ হিসেবে ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অংশ প্রকাশ করেন নির্ঝর। তিনি দাবি করেন, এতে দলীয় এক নারী নেত্রীকে গভীর রাতে ছবি পাঠাতে অনুরোধ এবং একাধিক অনৈতিক কথাবার্তা বলা হয়েছে।
অডিওতে নারীর সঙ্গে কথোপকথনে পুরুষ কণ্ঠস্বরটি বারবার নরম ভঙ্গিতে অনুরোধ জানায় এবং অভিযোগের মুখে পড়ে দুঃখপ্রকাশ করে। কথোপকথনের ধরন থেকে এটি রমজানের সময়কার বলেও ধারণা করা হয়।
সামাজিক মাধ্যমে অডিও প্রকাশের পর থেকে সারোয়ার তুষারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন—এমন ব্যক্তি কীভাবে একটি দলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকতে পারেন।
সাংবাদিক নির্ঝর তার ফেসবুক পোস্টে বলেন, “নারী নিরাপত্তা যদি রাজনৈতিক দলেও না থাকে, তাহলে ভবিষ্যৎ রাজনীতি কোথায় দাঁড়াবে?” তিনি এনসিপিকে প্রশ্ন করেন—নারীদের নিরাপত্তা ও নেতৃত্বে অংশগ্রহণ নিয়ে দলটির অবস্থান কী।
এদিকে, এনসিপির পক্ষ থেকে এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দেওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে। তুষার নিজেও এ বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেননি।
মতামত দিন