ডাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট
ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আপাতত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালত এ সংক্রান্ত আদেশ দেন। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নির্বাচন কার্যক্রম অনিশ্চয়তায় পড়লো।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাকসু নির্বাচনে অনিয়ম ও আইনি জটিলতা নিয়ে কয়েকজন আইনজীবী আদালতে রিট আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত নির্বাচন কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। তবে এ বিষয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরেই উৎসাহ-উদ্দীপনা ছিল। অনেকে মনে করছিলেন, নতুন নেতৃত্ব বেছে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নানা সমস্যা ও ক্যাম্পাস-সংক্রান্ত বিষয়গুলোর সমাধান আসবে। কিন্তু হঠাৎ নির্বাচন স্থগিতের খবরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের একাংশ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “আইন ও নিয়ম মেনে নির্বাচন হলে তা সবার জন্যই গ্রহণযোগ্য হবে।” অন্যদিকে কেউ কেউ হতাশা প্রকাশ করে বলছেন, “অনেকদিন অপেক্ষার পর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আবারো অনিশ্চয়তায় পড়তে হলো।”
আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই স্থগিতাদেশ সাময়িক। আইনি জটিলতা নিরসনের পর নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না। তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই।
ডাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনও ছিল ব্যাপক আলোচিত। তাই এবারও শিক্ষার্থীরা নির্বাচনের অপেক্ষায় ছিলেন। আদালতের এ স্থগিতাদেশে তাদের প্রত্যাশায় সাময়িক ভাটা পড়েছে।
মতামত দিন