অন্যান্য

ডাকসু নির্বাচন কার্যক্রম চলবে, চেম্বার আদালতের আদেশ

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে করা রিটের জেরে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছিলেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

রিটটি করেছিলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ও ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান। তার অভিযোগ, ফরহাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসঙ্গতির তথ্য রয়েছে।

আদালত রায়ে নির্দেশ দেন, এই অভিযোগগুলো আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে হবে। তবে দুপুরে দেওয়া হাইকোর্টের এই আদেশ স্থগিত করে বিকেলে চেম্বার আদালত নির্বাচন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বিশ্লেষকদের মতে, আদালতের এই আদেশ শিক্ষার্থীদের জন্য মিশ্র বার্তা নিয়ে এসেছে। একদিকে প্রার্থিতা নিয়ে জটিলতা রয়ে গেছে, অন্যদিকে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নতুন করে কোনো বাধা থাকছে না। ফলে ট্রাইব্যুনালে অভিযোগ নিষ্পত্তির ওপর নির্ভর করবে সংশ্লিষ্ট প্রার্থিতার ভবিষ্যৎ।

ক্যাম্পাসে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কেউ আদালতের হস্তক্ষেপকে স্বাগত জানালেও অনেকে মনে করছেন, এসব আইনি টানাপোড়েনে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

মতামত দিন