অন্যান্য

জিয়া-খালেদার আদর্শে শিশুদের ভবিষ্যৎ গড়তে আহ্বান: বক্তারা

নিজস্ব প্রতিবেদক ॥ আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জননেতা আব্দুস সালাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর। বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতান্ত্রিক সংগ্রাম এবং দেশপ্রেমের শিক্ষা শিশু-কিশোর প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, “আমরা চাই প্রতিটি শিশু-কিশোর জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক হয়ে উঠুক। তাদের আদর্শে দীক্ষিত হলে ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি অর্জন করবে।” তিনি আরও বলেন, “যারা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর) পদ্ধতির নামে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা দিচ্ছে, তারা আধিপত্যবাদের তাবেদার। প্রকৃতপক্ষে তারা দেশে স্বৈরাচার ফিরিয়ে আনতে চায়। এদেরকে প্রতিরোধ করা এখন সময়ের দাবি।”

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। বক্তাদের মতে, নতুন প্রজন্মকে দেশমাতার আদর্শে গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন