অন্যান্য

কমনওয়েলথ তরুণদের সম্মাননা, বাংলাদেশিরাও পারবেন আবেদন করতে

নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৬ সালের কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক-এর মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি ৫৬টি সদস্যদেশের ১৫–২৯ বছর বয়সী তরুণদের স্বীকৃতি দেয় যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে ভূমিকা রাখছেন।

পুরস্কারের জন্য পাঁচটি অঞ্চলের (আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়ান, ইউরোপ ও কানাডা, এশিয়া প্যাসিফিক) আঞ্চলিক বিজয়ী এবং একজন ‘কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়। বিজয়ীরা সম্মাননার পাশাপাশি অর্থ পুরস্কার পান—প্রতিটি চূড়ান্ত প্রতিযোগী পান ১,০০০ পাউন্ড, আঞ্চলিক বিজয়ীরা আরও ২,০০০ পাউন্ড এবং বর্ষসেরা বিজয়ী মোট ৫,০০০ পাউন্ড।

এ বছর বাংলাদেশি তরুণ মুরাদ আনসারি এশিয়া অঞ্চলের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং প্রায় পাঁচ লাখ টাকা জিতেছেন। এটি বাংলাদেশের তরুণ নেতৃত্বকে বৈশ্বিক পর্যায়ে নতুন মাত্রা দিয়েছে।

কমনওয়েলথের সামাজিক নীতি উন্নয়ন বিভাগের প্রধান লেন রবিনসন বলেন, “উদ্যোক্তা, উদ্ভাবক, পরিবেশকর্মী, নারী অধিকারকর্মী, স্বাস্থ্যকর্মী এবং রাজনৈতিক কর্মীরা এই পুরস্কারের মাধ্যমে বিশ্বে তাদের উদ্ভাবন তুলে ধরতে পারেন।”

২০২৫ সালের কমনওয়েলথ ইয়াং পারসন অব দ্য ইয়ার স্ট্যানলি আনিগবোগু তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “এই পুরস্কার আমাকে শুধু অর্থনৈতিক সহায়তা দেয়নি, বরং আমার কাজ বৈশ্বিকভাবে উপস্থাপনের সুযোগও দিয়েছে।”

আবেদন গ্রহণ চলবে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত, বিজয়ীদের নাম ঘোষণা হবে ২০২৬ সালের মার্চে। আবেদন অনলাইনে করা যাবে (https://commonwealth-youthexcellence.awardsplatform.com/) ঠিকানায়।

মতামত দিন