অন্যান্য

এক প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা দুই জাঁ'য়ের, বাধ সাধল পুলিশ !

ডেস্ক রিপোর্ট ॥ উত্তর ২৪ পরগনা বাগদায় চাঞ্চল্যকর এক ঘটনায় সোমবার দুই বিবাহিত বধূ নিখোঁজ হন। তাদের স্বামীদের অভিযোগ, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের সঙ্গে পালিয়ে গেছেন। পুলিশের তদন্তে উঠে আসে, এই দুই বধূ ঘুমের ওষুধ ব্যবহার করে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে।

নাজমা নামে ছোট বউ পুলিশকে বলেন, চায়ে কোনো বিষ মিশানো হয়নি, কেবল ঘুমের ওষুধ ছিল। বড় বউ কুলচান স্বীকার করেছেন, তারা একই প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করেছিলেন। তারা এমন পরিকল্পনা করেছিলেন যাতে কেউ তাদের বাধা দিতে না পারে।

পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাক করে দুই বধূকে দ্রুত ধরে আনা সম্ভব হয়েছে। তবে প্রেমিক আরিফ পালিয়ে গেছেন এবং তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পরিবার এবং প্রতিবেশীরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। পুলিশ জানিয়েছে, যেকোনও ধরনের পরকীয়া সম্পর্ক এবং অবৈধ কার্যকলাপ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

মতামত দিন