অন্যান্য

আজীবন বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করল জাবি কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮১ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে প্রকাশিত তালিকায় দেখা যায়, ৬৪ জনকে আজীবন বহিষ্কার, ৩৭ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং ৭৩ জন প্রাক্তন শিক্ষার্থীর সনদ বাতিল করা হয়েছে।

২০২৩ সালের ১৪ জুলাই রাতে রবীন্দ্রনাথ ঠাকুর হলে প্রথম হামলার ঘটনা ঘটে। পরদিন ১৫ জুলাই ১০ নং (ছাত্র) হলের সামনে আবারও হামলা হয়। সেই রাতেই ভিসির বাসভবনে আশ্রয় নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়। এসময় পেট্রোলবোমা ও অস্ত্র ব্যবহার করা হয়। ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা ও ছররা গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

আজীবন বহিষ্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দর্শন বিভাগের বখতিয়ার আহমেদ, শান্ত চন্দ্র শীল, মিয়া মো. মাশরিকুল করিম, লোক প্রশাসন বিভাগের নাজমুল হক অনিব, অর্থনীতি বিভাগের মোস্তফা ফয়সাল রাফি, আইন ও বিচার বিভাগের মো. রাকিবুল ইসলাম, ইংরেজি বিভাগের জুনায়েদ হাসান রানা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো. শরীফ মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের মো. জাহিদ হাসান প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শাস্তি কার্যকর করা হবে এবং বহিষ্কৃতদের আর কোনো একাডেমিক সুবিধা দেওয়া হবে না। যাদের সনদ বাতিল করা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বহির্বিশ্বে আর ব্যবহার করতে পারবেন না।

এ ঘটনায় ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ কেউ প্রশাসনের এই সিদ্ধান্তকে সহিংসতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ হতে পারে। তবে প্রশাসন জানিয়েছে, প্রমাণ-ভিত্তিক তদন্তের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন