অন্যান্য

অসহায় ও গরিব পরিচয়ে প্লট বরাদ্দের আবেদন করেছিলেন রেহানা-টিউলিপ

ডেস্ক রিপোর্ট ॥ রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে তিন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালতে জানানো হয়েছে, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী মিথ্যা হলফনামা দিয়ে আবেদন করেছিলেন।

রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী জানান, আসামিরা নিজেদের ভাসমান ও অসহায় হিসেবে দেখিয়ে প্লট বরাদ্দ নিয়েছিলেন, অথচ তাদের নামে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান বলেন, “আসামিরা মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তাদের ডকুমেন্টে ৪৪টি গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত ছিল, যা প্রমাণিত করে তারা জাল তথ্য প্রদান করেছে।”

আদালত ৩১ জুলাই চার্জগঠন শেষে আদালতে এদিন সাক্ষ্যগ্রহণ করেছে এবং পরবর্তী তারিখ ৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের আইনজীবী উপস্থিত ছিলেন না।

তিনটি পৃথক মামলায় মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান, এবং আদালত প্রমাণিত হলে কঠোর শাস্তির নির্দেশ দিতে পারে।

মতামত দিন