ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী রোববার রাত ২টা ৪৪ মিনিটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
এই স্থগিতকরণের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৬ জানুয়ারি) ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাত কলেজ শিক্ষার্থীদের অশোভন আচরণের একটি ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অধ্যাপক মামুন আহমেদের বাসভবন ঘেরাও করার চেষ্টা করলে, তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়। এ ঘটনায় সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক এ কে এম ইলিয়াসের অনুরোধে পরীক্ষাগুলি স্থগিত করা হয়।
স্নাতক ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।