আজ সোমবার (২৭ জানুয়ারি) থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আন্দোলনকারীরা জানায়, পুলিশি হামলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকল পরীক্ষা বয়কট করার ঘোষণা দিয়েছে।

গত রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ করেন। এর পর তারা সায়েন্স ল্যাবরটরি মোড় অবরোধ করে এবং প্রো-ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন। কিন্তু প্রো-ভিসি এর কোনো উত্তর না দেওয়ায়, শিক্ষার্থীরা রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল বের করেন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিবাদে নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এলাকায় অবস্থান নেন। এরপর পুলিশ এবং সাউন্ড গ্রেনেডের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এক পুলিশ সদস্যসহ একাধিক শিক্ষার্থী আহত হন। ঢামেক হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাতজন শিক্ষার্থী আহত হয়ে সেখানে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নিউমার্কেট এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *