ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’। রবিবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, “গতকাল (রোববার) সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনার পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল–বোঝাবুঝির অবসান ঘটবে।”
তিনি সংঘর্ষের পর ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন যে, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করেন এবং শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেন।
এই ঘটনার পর সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানান, সাইন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করে। তারা বলেন, প্রো-ভিসি তাদের স্মারকলিপি পড়েননি এবং শিক্ষার্থীদের সাথে আক্রমণমূলক ব্যবহার করেছেন।
শিক্ষার্থীরা এই অশোভন আচরণের জন্য প্রো-ভিসির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এবং পাঁচটি দফা দাবি উত্থাপন করেছে।