ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অবরোধে অংশ নেন। তাদের এই প্রতিবাদে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক তাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে অপমান করে বের করে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তারা সড়ক অবরোধ করেছেন।

অবরোধের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, “আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেয়। এখন আমাদের দাবি না মানলে রাস্তা ছাড়বো না। এছাড়া, প্রো-ভিসিকে আমাদের কাছে এসে ক্ষমা চাওয়ার পাশাপাশি সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে।”

শিক্ষার্থীদের প্রধান পাঁচ দফা দাবি:

১. ভর্তির কোটা পদ্ধতি বাতিল: ২০২৪-২৫ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণীকক্ষে ধারণক্ষমতা: শ্রেণীকক্ষে শিক্ষার্থী ভর্তি করতে হবে শ্রেণীকক্ষের ধারণক্ষমতার মধ্যে।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

৪. নেগেটিভ মার্কিং: ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. ভর্তি ফির স্বচ্ছতা: সাত কলেজের ভর্তি ফির টাকা ঢাবি ব্যতীত নতুন একাউন্টে জমা রাখতে হবে এবং মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করতে হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়কে অবস্থান করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *