নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। এই সংঘর্ষটি ঘটে ২৬ জানুয়ারি, রোববার সকালে।

জানা যায়, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ও বর্তমান চেয়ারম্যান জাকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের মধ্যে দেশীয় অস্ত্রসহ গুলিও ছোড়া হয়, যার ফলে সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এছাড়াও, বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে কিছু জনকে রায়পুরাসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *