ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারীর স্বামী পরিচ্ছন্নতাকর্মী এবং তারা তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুর একটি এলাকায় বাস করতেন। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন এবং তার বৈধ কাগজপত্র ছিল না। তিনি স্বেচ্ছায় কোনো নির্জন জায়গায় যাওয়ার সময় পরিচিত কারো সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং মাথায় গুরুতর জখম ছিল।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।