বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দিন চিকিৎসা শেষে ২৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় চলে গেছেন।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর কারাগারে থাকাকালে তার শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যায়। এর পর তার বিদেশে চিকিৎসার অনুমতির জন্য বেশ কয়েকবার আবেদন করা হয়, কিন্তু তৎকালীন সরকার অনুমতি দেয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে মুক্তি দেওয়া হয়, এবং তার মামলা বাতিল করা হয়। এরপর, তাকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়।
এখন, তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জেনিফার ক্রস। খালেদা জিয়ার জন্য তার বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যেখানে চিকিৎসক ও নার্সদের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।