ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা নিজেদের বেতন স্কেলের দশম গ্রেডে বাস্তবায়নের দাবি নিয়ে আজ সকালে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেছেন।

এদিন সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসে যোগ দেন। তারা ‘‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ম গ্রেড’’ সহ একাধিক স্লোগান দেন, যা সারা শহরে ব্যাপকভাবে আলোচিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারী সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “আমরা শিক্ষক সমাজ, আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।”

এছাড়া, অন্যান্য শিক্ষকরা দাবি করেছেন, তাদের বেতন স্কেল যুগোপযোগী করতে হলে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে স্থান দেওয়া প্রয়োজন। তারা আরো জানান, সরকার তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করছে, ফলে তারা একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছেন।

এদিকে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, শিক্ষক সমাজের এই আন্দোলন সরকারের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *