দিনাজপুরের বিরল উপজেলায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কিশোরকে তুলে নিয়ে যায়। কিশোরের নাম মো. আলামিন, যিনি ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।
ঘটনাটি ঘটার পর প্রতিবাদ হিসেবে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্যদের হাতে তুলে দেন। ওই ভারতীয় কৃষকের নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫), যিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক শেষে, বিষয়টি একটি ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে তুলে নিয়েছিল, যা ভুল ছিল। বৈঠকের পর দুইজনকে একে অপরের দেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।