ঢাকা : ২০০৯ সালের পিলখানা বিদ্রোহের বিস্ফোরক মামলায় জামিন পাওয়া ১৬৮ জন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্য মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর-১, কাশিমপুর-২ ও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪১ জন ঢাকা কেন্দ্রীয় কারাগার, ২৬ জন কাশিমপুর-১, ৮৯ জন কাশিমপুর-২ এবং ১২ জন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন, গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম ঘোষণা করেন। এর মধ্যে ১৬৮ জনের তালিকা কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর তারা মুক্তি কার্যকর করেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার পর দুটি মামলা দায়ের হয়, একটি হত্যা মামলা এবং অন্যটি বিস্ফোরক আইনে। হত্যাকাণ্ডের দায়ে ২০১৩ সালে ৮৫০ জনের বিচার শেষ হয় এবং আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। এছাড়া ২৭৮ জনকে খালাস দেওয়া হয়।

তবে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জন আসামির মুক্তি আটকে ছিল। হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে, ১৮৫ জনকে যাবজ্জীবন সাজা এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আর ২৮৩ জন খালাস পান। তবে এর আগে ৫৪ জন আসামি মারা গেছেন। আপিল ও লিভ টু আপিলের শুনানির অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *