আজ সকালে চট্টগ্রামের এম আর শহীদ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার উজ জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭ তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। এ সময় তিনি রেজিমেন্টের সদস্যদের আধুনিক যুদ্ধাস্ত্রসহ উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রাখার কথা জানান।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টে উন্নত অস্ত্রসহ বহুমুখী সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সব সময় আমাদের সেনা সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করি।’ তিনি আরো যোগ করেন, ‘যেকোনো সময় আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব।’
এছাড়া, সেনাপ্রধান ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরির উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘এই পরিকল্পনা আমাদের সামরিক সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।’
এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতের উন্নতির প্রতিশ্রুতি সেনাবাহিনীর জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।