ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকা থেকে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা দ্রুত পুলিশ এবং প্রক্টরিয়াল টিমকে খবর দেন। এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি গাছ থেকে নামান।
ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, “ঢাবির জিমনেসিয়াম এলাকার গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।” পুলিশ জানায়, লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে।