নবনিযুক্ত সচিবকে একাডেমিতে স্বাগত জানালেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম
ড. মোঃ সেলিম রেজা বাংলা একাডেমির সচিব পদে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ, ২১শে জানুয়ারি ২০২৫ তারিখে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম নবনিযুক্ত সচিবকে একাডেমিতে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একাডেমির কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন সচিবের নেতৃত্বে বাংলা একাডেমি আরও শক্তিশালী হবে এবং বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে নতুন দিশা তৈরি হবে, এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।