রাজধানী ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) এবং ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪) রয়েছেন। আহতদের উদ্ধার করে জরুরি বিভাগের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে আহত আলামিন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের মতবিনিময় সভায় তাদের এক সহযোদ্ধার ওপর হামলা হয়, এবং পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে আলোচনা করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বাংলামোটর থেকে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী হাসপাতালে আসেন এবং তাদের চিকিৎসা চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনার বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।