মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ফলাফল আগামী ২৯ জানুয়ারির মধ্যে যাচাই-বাছাই হবে এবং সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে।
এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার সকালে শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানান। তারা বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, যা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। আন্দোলনকারীরা অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করার দাবি জানান এবং শুধুমাত্র মেধার ভিত্তিতে ফল প্রকাশের দাবি করেন।
গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ছিল ৪৫.৬২ শতাংশ। এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।