নতুন বছরের প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে আজ, (২০ জানুয়ারি ২০২৫)সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই রাষ্ট্রীয় সফর করবেন।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, ২০ জানুয়ারি দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন অধ্যাপক ইউনূস। সম্মেলন শেষে তিনি ২৫ জানুয়ারি দেশে ফিরবেন। সম্মেলন চলাকালে তিনি জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিনিয়োগ পরিবেশের ওপর আলোচনা করা হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হবে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদও সফরে অংশগ্রহণ করবেন।
এটি প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের চতুর্থ সফর, এর আগে তিনি যুক্তরাষ্ট্র, আজারবাইজান, ও মিশর সফর করেন।