বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গরিব ও দুস্থদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়।
(১৯ জানুয়ারি,২০২৫) রবিবার, রাত ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন টিএসসি, রমনা মন্দির, তিন নেতার মাজার, ঢাকা গেট, দোয়েল চত্বর, কার্জন হল এবং শহীদ মিনার এলাকায় কম্বল বিতরণ করা হয়।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ওলি উদ্দিন ওলি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ সিকদার, মোঃ শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।