আজ ১৯ জানুয়ারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পরিচিত।
দিবসটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১টায় শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর, দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা বক্তব্য রাখবেন।
বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা বক্তব্য দেবেন। এছাড়াও, ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত 'জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট' ২৬ থানার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে, যার ফাইনাল ম্যাচ মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া, দেশব্যাপী দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মুক্তিযুদ্ধে তার অসীম বীরত্ব ও নেতৃত্বের প্রশংসা করেছেন।