ঢাকা: বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫৯ বছর বয়সী বাবুল কাজী (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি) মারা গেছেন। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোরে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে, যাতে বাবুল কাজী দগ্ধ হন। তার শরীরের ৭৪% অংশ পুড়ে গেছে। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসার জন্য একটি ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচানো যায়নি।
ঘটনার বর্ণনায় বাবুল কাজীর বোন খিলখিল কাজী জানান, শীতের কারণে তারা সকলেই ঘরের দরজা-জানালা বন্ধ রাখছিলেন। বাবুল কাজী সকালে বাথরুমে গ্যাস লাইটার জ্বালাতে গিয়ে বিস্ফোরণের শিকার হন। বিস্ফোরণটি মিথেন গ্যাস বা অন্য কোনো কারণে ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
কাজী নজরুল ইসলামের সন্তান আবৃত্তিকার কাজী সব্যসাচী ও তার দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।