ঢাকা : স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে আশ্রয় দিয়েছে বলে ফেসবুকে যে পোস্টগুলি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা বলে জানিয়েছে এসএসএফ কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, আলী হোসেন শিশির নিজেকে নরসিংদীর একটি পোশাক কারখানার মালিক হিসেবে পরিচয় দিয়ে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি আরও জানান, ‘বৈধ ডাকটিকিটে তার সঙ্গে একটি বৈধ ভাড়াটিয়া চুক্তি সই হয়েছে’।
মুখপাত্র বলেন, “অপরাধে অভিযুক্তকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাতে পৌনে ৩টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে, ডিজি তাকে তুলে নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।”
তিনি আরও জানান, ফেসবুকে ছড়ানো পোস্টগুলো 'বানোয়াট' এবং ‘এসএসএফ ডিজি তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিত একটি প্রয়াস’। এই ধরনের কর্মকাণ্ডকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে মন্তব্য করেন এসএসএফ মুখপাত্র।