ঢাকা : রাজধানীর হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এছাড়া উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনটি ৭তলা একটি ভবনের ৫ তলায়, যেখানে গুদামটি অবস্থিত, সেখানেই লাগে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রাথমিক ধারণা হচ্ছে যে, লেদার গুদামে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য অনুযায়ী, ভবনের ভিতরে কেউ আটকে থাকার কোনো তথ্যও পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।