কিশোরগঞ্জের ইটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেফতারের দাবিতে বুধবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি উপজেলা সদর বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন টিপু, সদর যুবদল নেতা জামাল মিয়া, নুরুজ্জামান শেখ, দীন ইসলাম, স্বপন মিয়া, হারুন মিয়া, কৃষক দলের বাসার মিয়া, ইটনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রকিব মিয়া, রাজীম মিয়া, নরিফাত মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে ১৪ জানুয়ারি ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে তহমুল ইসলাম মাজহারুল (২৭) নামের এক যুবক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।