বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার, ১৮ জানুয়ারি, দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে এই মিছিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার দাবি এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন,এবং এই মিছিলে ছাত্রদলের সব নেতাকর্মীসহ দেশের আপামর ছাত্রসমাজকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।