ঢাকা: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণে আক্রান্ত সানজিদা আক্তার (৩০) গতকাল(১৫ জানুয়ারি, ২০২৫) বুধবার সন্ধ্যায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
সূত্র মতে, সানজিদার শরীরে এইচএমপিভি সংক্রমণ ছাড়াও আরো কয়েকটি শারীরিক জটিলতা ছিল, যার কারণে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এটি দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যু হওয়া প্রথম ঘটনা বলে জানা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ভাইরাস সম্পর্কে আরও সচেতনতা বাড়ানোর জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন, বিশেষত যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বা সংক্রমণে আক্রান্ত।