বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জাবেদ পাটোয়ারী ২০১৮ সালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০১৮ সালের একতরফা নির্বাচনে পুলিশ সহযোগিতা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। ২০২০ সালে তাকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। যদিও ২০২১ সালে তার নিয়োগ বাতিল করে তাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়, তিনি দীর্ঘ সময় পরে দেশে ফেরেন এবং সেসময় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
অপরদিকে, বনজ কুমার মজুমদার পিবিআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পাসপোর্টও বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তবে তার বিরুদ্ধে বিশেষ কোনো অভিযোগের বিষয়টি স্পষ্ট নয়।