অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক, ওইদিনের অনুভূতি ছিল একতার অনুভূতি।” তিনি আরও বলেন, "এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে যে, এই কাজটি এককভাবে করা হয়েছে।"
এ বিষয়ে তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “যে উদ্দেশ্য নিয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে লক্ষ্য অর্জন করতে হলে সকলের সম্মিলিত চেষ্টার প্রয়োজন। একতা দিয়েই আমরা শক্তিশালী।” তিনি আরও বলেন, “মাঝখানে ছাত্ররা যখন একটি ঘোষণাপত্র দিতে চেয়েছিল, তখন তাদের কাছে এটি তুলে ধরলাম, এককভাবে কিছু করা সম্ভব নয়। ৫ আগস্টের ঐক্য রিক্রিয়েট করতে হলে সবাইকে একসঙ্গে নিয়ে করতে হবে।”
তিনি ছাত্রদের পরামর্শ দেন যে, ৫ আগস্টের অভ্যুত্থানের চেতনা ফিরিয়ে আনতে হলে একত্রে কাজ করতে হবে, একতা না থাকলে সেই উদ্দেশ্য সফল হবে না। “৫ আগস্টের একতা ছিল আমাদের শক্তি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সবার মধ্যে সাহস জাগবে, আমরা জাতি হিসেবে একত্রিত আছি,” বলেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ঘোষণাপত্রটি যদি সর্বসম্মতভাবে তৈরি করা যায়, তা দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও ভালো হবে। এটি আমাদের একতার বার্তা বিশ্বের সামনে তুলে ধরবে।”
তিনি বলেন, “আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, ঐক্য বজায় রেখেই কাজ করবো। ৫ আগস্টের ঐক্যকে রিক্রিয়েট করতে হবে এবং সেটি কীভাবে মানুষের সামনে আনতে হবে, তা নিয়ে আলোচনা হবে।”