ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার, ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢাকায় মোট ১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে জনসাধারণকে কেন্দ্র সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অনুরোধ জানিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং অন্যান্য পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়কগুলোতে পরীক্ষা চলাকালে গাড়ি চলাচলের চাপ বৃদ্ধি পাবে। এ কারণে, বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বেইলি রোড, মগবাজার-কাকরাইল, নিউমার্কেট-আজিমপুর, বেগম রোকেয়া সরণি, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কগুলো পরিহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, বাণিজ্য অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ আরও কিছু জায়গায় পরীক্ষার আয়োজন করা হয়েছে।
অতএব, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ করা হচ্ছে যেন তারা পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি সময়ে সড়কে চলাচল থেকে বিরত থাকেন এবং যানজট এড়িয়ে চলেন।