ঢাকা : আজ (১৬ জানুয়ারি,২০২৫) বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সর্বদলীয় বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এই বৈঠকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ বিষয়ক আলোচনা হবে, যা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশের পরিকল্পনা ছিল। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের উপর একটি ঘোষণাপত্র প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে ।
প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকটি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ আশা করা হচ্ছে।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের পরিকল্পনা ঘোষণা করেছিল। পরে ৩০ ডিসেম্বর রাতে, রাষ্ট্রীয় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রস্তুতির উদ্যোগ নিয়েছে।
এখন এই সর্বদলীয় বৈঠকে সেই উদ্যোগের অগ্রগতি এবং ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনা করা হবে।