নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি তাঁর দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগপূর্ণ পোস্টে তনি জানান, শাহাদাৎ হোসাইন ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩.০৩ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি লিখেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”
শাহাদাৎ হোসাইন তনি’র দ্বিতীয় স্বামী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং পরে শাহাদাৎ হোসাইনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও শুরুতে তার পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের বয়সের ব্যবধান নিয়ে অনেক সময় কটাক্ষ করা হয়েছে, তবে তনি সবসময় নিজের অবস্থান স্পষ্ট করে এসব মন্তব্যের জবাব দিয়েছেন। বর্তমানে তিনি ফ্যাশন হাউস “সানভিস বাই তনি”-এর স্বত্বাধিকারী এবং তাঁর সারাদেশে ১২টি শোরুম রয়েছে।