আজ (১৫ জানুয়ারি, ২০২৫), বুধবার তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এসব কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনগুলোর প্রধানরা হলেন:
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার
- দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান
- পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ
প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকেলে সংবাদ সম্মেলন করে এসব প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
উল্লেখযোগ্য যে, এসব কমিশন বিভিন্ন ধরনের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইট খুলে, অংশীজনদের সঙ্গে সংলাপ, জরিপ ও লিখিত মতামত সংগ্রহ করেছে। এরপর এসব মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে।
এই কমিশনগুলো ৩ অক্টোবর ২০২৪ তারিখে গঠন করা হয়, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন ছিল। ৬ অক্টোবর গঠিত হয় সংবিধান সংস্কার কমিশন এবং ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠিত হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন।
প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এসব কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আজ চারটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিলো, বাকী দুটি কমিশনের প্রতিবেদন পরবর্তীতে জমা দেওয়া হবে।